‘প্রধানমন্ত্রী ফরিদপুরকে উজাড় হয়ে দিয়েছেন, বিভাগও হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৬:৪১ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৫:৫৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরবাসীকে না চাইতেই দুই হাত উজাড় করে দিয়েছেন, মুক্তহস্তে দিয়েছেন। এবার প্রধানমন্ত্রী ফরিদপুরকে বিভাগ করবেন বলেও আশা করেন তিনি।

বুধবার বিকালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফরিদপুর সদরের সংসদ সদস্য স্থানীয় সরকার মন্ত্রী যখন বক্তৃতা দেয়ার জন্য দাঁড়ান তখন উপস্থিত জনতা ফরিদপুর বিভাগ দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, ‘বিভাগ হবে, বিভাগ হবে, বসো।’

বিশাল জনসভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আপনাদের মনে আছে ২০০৮ সালে প্রায় ৯ বছর আগে প্রধানমন্ত্রী ফরিদপুরে এসেছিলেন। নির্বাচনের আগে এই মাঠে আমাকে পাশে দাঁড় করিয়ে তিনি বলেছিলেন, এই ভদ্রলোককে নৌকা মার্কা দিয়ে যাচ্ছি, আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন, ফরিদপুরের উন্নয়নের দায়িত্ব আমার। প্রধানমন্ত্রী তার সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছেন।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ফরিদপুরবাসী কিছু না চাইতেই দুই হাত উজাড় করে দিয়েছেন। আমি শুধু একটি কথাই বলবো, আপনার পাশে একটি ব্যানারে লেখা আছে, ‘দিয়েছো হৃদয় ভরে, যদি কিছু দিতে চাও তবে বিভাগ শুধু।’ এটা জনগণের প্রত্যাশা। আমি দাবি করছি না। আমার কোনো দোষ নেই।’ এ সময় তিনি ফরিদপুরকে বিভাগ করা হবে বলে আশা প্রকাশ করেন।

উন্নয়নে ফরিদপুরের চেহারা পাল্টে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ফরিদপুরকে এখন আর ফকিরপুর বলার সাহস আর কারও নেই।’

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘পৃথিবীতে তিনিই একমাত্র রাষ্ট্রনায়ক যিনি দিনক্ষণ ঠিক করে উন্নয়নের রোডম্যাপ দিয়েছেন। ২১ সালের মধ্যে দেশ হবে মধ্যম আয়ের, ৪১ সালে হবে উন্নত। এটা একমাত্র শেখ হাসিনাই দিয়েছেন, বিশ্বের আর কেউ দিতে পারেনি।’

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আমাদেরকে একসময় তলাবিহীন ঝুঁড়ি বলা হতো। কিন্তু এখন আমরা উপচেপড়া ঝুঁড়ি।’ এ সময় তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

(ঢাকাটাইমস/২৯মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

অটিজম সম্পর্কে সমাজের সবাইকে সচেতন করতে হবে: স্পিকার

‘নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবে মন্ত্রণালয়’ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :