মির্জাপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৭, ১০:২৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে বৈরি আবহাওয়ায় কঠোর নিরাপত্তার মধ্য ছয় ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে রবিবার সকাল ৮টা থেকে ভোট চলছে। চলবে বিকাল ৪টা অবধি। দমকা হাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকায় কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কিছুটা কম।

তরফপুর ইউনিয়নের শীরঘারা আশ্রয়ন প্রকল্প কেন্দ্রের ভোটার টাকিয়া কদমা ভুইয়াপাড়া বাসিন্দা জাকির হোসেন বলেন, সকালে আবহাওয়ার বৈরি থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম।

তবে আকাশ স্বাভাবিক হয়ে এলে উপস্থিতিও বাড়বে বলে জানান একাধিক প্রার্থী।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

শনিবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হলে বিভিন্ন কেন্দ্রের নির্ধারিত সীমানার বাইরে সাটানো পোস্টারও ছিঁড়ে গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর, আজগানা, তরফপুর, বহুরিয়া, লতিফপুর ও ভাওড়া এই ছয় ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৪ ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদের জন্য ১৮৭ প্রার্থীসহ মোট ২৬৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বাইরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরাও শক্ত অবস্থানে রয়েছেন বলে ভোটারা জানান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

তাছাড়া ছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাইকিং ফোর্সও নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিষেকেই জাঙ্গুর সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 
অবশেষে কিসি কার্টি-আমির জাঙ্গুর জুটি ভাঙলেন রিশাদ হোসেন
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা