কুমিল্লা সিটির নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর একরাম হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ঠাকুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একরাম হোসেন বাবু গত ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কী জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি।
তবে একটি সূত্রে জানা গেছে, একরামের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মোট ১৫টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১২টি বিচারাধীন এবং সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের তিনটি মামলা তদন্তাধীন রয়েছে।
ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন