রূপগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক ওরফে মেন্টাল ফারুক নামে এক মাদক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সাইদুল ইসলাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক গোলাকান্দাইল এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
ভুলতা ফাড়ির ইন্সপেক্টর শহিদুল হক আলম জানান, দণ্ডপ্রাপ্ত ফারুক গোলাকান্দাইলসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। সকালে গোপন সংবাদে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ফারুককে আটক করে পুলিশ।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন