দুদকের মামলায় তারেকের শাশুড়ির জামিন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৪:০২
ফাইল ছবি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সম্পদের হিসাব দাখিল না করার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা বয়স এবং অসুস্থতা বিবেচনায় এই জামিন মঞ্জুর করেন।

এর আগে তিনি ওই আদালতে মামলাটিতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। জামিন আবেদনের শুনানিকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তবে শুনানির সময় আদালত ভবনের নিচে তিনি গাড়িতে অবস্থান করছিলেন।

আসামিপক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার গাড়িতে অবস্থানের কারণ হিসেবে আদালতকে বলেন, তিনি (সৈয়দা ইকবাল মান্দ বানু) অসুস্থ এবং বয়স্ক। এ কারণে তাকে আদালতে উপস্থিত করা সম্ভব হয়নি। তিনি আদালত প্রাঙ্গণে নিজ গাড়িতে অবস্থান করছেন। এরপর আদালতের নির্দেশে দুদকের আইনজীবী মীর আবদুস সালাম নিচে গিয়ে গাড়িতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করলে আদালত জামিন আবেদনের শুনানি গ্রহণ করেন।

এর আগে গত ১২ এপ্রিল মামলাটির অভিযোগপত্র আামলে নিয়ে এ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০১৬ সালের ১৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুস সত্তার সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাজধানীর রমনা থানায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বলা হয়, ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। ওই নোটিস ইকবাল মান্দ বানুর পক্ষে তার বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন গ্রহণ করেন। অভিযুক্ত ইকবাল মান্দ বানুর বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলে তিনি ওই নোটিসের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করেন। এরপর হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে দেয়।

আপিল বিভাগ সর্বশেষ ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বরের আদেশে রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ স্থগিত করে। ফলে অভিযোগপত্র দাখিলে আর কোনো বাধা না থাকায় অভিযোগপত্র দাখিল করে দুদক।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/আরজে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এই বিভাগের সব খবর

শিরোনাম :