গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ১৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি বাসের সংঘর্ষ হয়। এসময় ওই ট্রাক ও বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানান এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন