মুম্বাই থেকে চিকিৎসার জন্য আবুধাবি যাচ্ছেন এমান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ১০:০৩

মুম্বাই থেকে এবার চিকিৎসা নিতে সংযুক্ত আবর আমিরাতের আবুধাবি যাচ্ছেন মিশরের এমান আহমেদ।

মাত্র ৩৬ বছর বয়সে, ৫০৪ কেজি ওজন নিয়ে বিশ্বের সবচেয়ে ভারী নারীর তকমা পেয়েছেন এমান। অনেক রোগে আক্রান্ত এমান হাঁটতেও পারতেন না। মালবাহী বিমানে চাপিয়ে মুম্বাই আনা হয়েছিল বিশ্বের সবচেয়ে স্থূলকায়াকে।

ভারতের বাণিজ্যনগরীর সাইফি হাসপাতালে অস্ত্রোপচারের পর এমানের ওজন এখন ১৭৬.৬ কেজি, এমনটি দাবি চিকিৎসকদের। সাইফি হাসপাতালের বেরিয়াট্রিক সার্জারি বিভাগের সেকশন চিফ অপর্ণা ভাস্কর জানান, মুম্বাইয়ে এমানের চিকিৎসা শেষ। এবার তিনি যাবেন আবু ধাবি। সেখানে বুর্জিল হাসপাতালে পরবর্তী পর্যায়ের চিকিৎসা চলবে। মালবাহী বিমানে নয়, এবার যাত্রিবাহী বিমানের বিজনেস ক্লাসের আসনে বসেই মু্ম্বাই ছাড়বেন এমান।

আবুধাবিতে ফিজিওথেরাপি ও স্নায়ুর কিছু চিকিৎসা চলবে এমানের। কয়েকদিন আগেই এমানের বোন সাইমা সেলিম দাবি করেন, মুম্বাইয়ের হাসপাতালে এমানের ওজন কমেনি। তাই তাকে বাড়ি নিয়ে যাওয়া হবে না। ইমানের চিকিৎসার দায়িত্বে থাকা বেরিয়াট্রিক সার্জেন মুফজ্জল লকড়াওয়ালার দিকে আঙুল তুলে সাইমা বলেন, ‘চিকিৎসকদের সমস্ত দাবি মিথ্যা।’

ক্ষুব্ধ চিকিৎসকেরা বলে দেন, হাসপাতালে আরও কিছু দিন থাকার সুযোগ পেতেই এমন অভিযোগ করছেন সাইমা। তারা জানান, এমানের ওজন কমেছে ৩০০ কেজিরও বেশি। ক্ষুধা কমাতে পাকস্থলীও ছোট করা হয়েছে।

সাইমার বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে এমানকে মুখে পানি পানের অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। হাসপাতাল কৃর্তপক্ষ জানায়, এমানের মুখে কোন খাবার দেয়া যাবে না। তাকে শুধুমাত্র নলের মাধ্যমে খাবার দেয়া যাবে, এটি জানা সত্ত্বেও তাকে মুখে পানি দিয়েছেন সাইমা। শুধু তাই নয়, তিনি হাসপাতালের নিয়ম ভঙ্গ করেছেন এবং নার্সদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেছেন।

ঘটনার তদন্তে হাসপাতালে পুলিশ আসে এবং পুলিশ জানায়, তদন্ত চলছে আশা করি সব ভালো হবে।

সাইমার অনুরোধে গত বুধবার এমানকে দেখতে মুম্বাই আসেন আবুধাবির হাসপাতালের চিকিৎসকদের একটি দল। সাইফি হাসপাতালের দাবি, সেই যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন শল্যচিকিৎসক লকড়াওয়ালাই। বেরিয়াট্রিক সার্জারির সেকশন চিফ বলেন, ‘অস্ত্রোপচার সফল। এমানের অবস্থা স্থিতিশীল। আমাদের চিকিৎসকরা দারুণ কাজ করেছেন। তবে অন্যান্য জটিলতা থাকায় এখনই বাড়ি ফিরতে পারবেন না এমান।’

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :