বিএনপি এলে মেয়েরা আবার ঢুকবে রান্নাঘরে: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ১৯:১৭
অ- অ+

২০১৯ সালের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। আবার রান্নাঘরে ঢুকে যাবে মেয়েরা।’

বিএনপিকে পাকিস্তানের প্রেতাত্মা আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক অর্জন এসেছে। সেটা করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন তিনি।’

শনিবার দুপুরে নীলফামারী জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতি মন্ত্রী।

আসাদুজ্জামান নূর বলেন, ‘১৯৪৮ সালে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ১৯৭১ সালে সেটা বাস্তবে রূপ দিয়েছিলেন। অন্য কোনো নেতা বাংলাদেশ নিয়ে চিন্তাও করেননি।’

সরকারের সফলতাগুলো জনগণের কাছে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে আবারো যাতে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকার গঠন করা যায় সেজন্য কাজ করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।

জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। জেলা সাধারণ সম্পাদক নোহেল রানার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস, এম জাকির হোসেন।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সহ সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আকতার সুমি, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুল আলম মৃধা, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস।

কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন ধুলিসাৎ করতে চায় সন্ত্রাস ও জঙ্গিবাদের নেত্রী খালেদা জিয়া। তাই আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে আবারো বিজয়ী করে ক্ষমতায় বসাতে হবে শেখ হাসিনাকে। এজন্য প্রতিটি নেতা কর্মীকে কাজ করতে হবে।’

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিষেকেই জাঙ্গুর সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 
অবশেষে কিসি কার্টি-আমির জাঙ্গুর জুটি ভাঙলেন রিশাদ হোসেন
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা