খালিয়াজুরীতে দশ হাজার কৃষক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
নেত্রকোণার হাওর অধ্যূষিত উপজেলা খালিয়াজুরীতে দশ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে ত্রাণ বিরতণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে এই ত্রাণ বিতরণ করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিতে আগাম বন্যায় ফসল রক্ষা বাঁধ ভেঙে খালিয়াজুরী উপজেলায় ৮১টি হাওরে ১৭ হাজার ৭০ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
এতে ক্ষতিগ্রস্ত হয় ২৫ হাজার কৃষক পরিবার।
ইউএনও জানান, উপজেলার ছয়টি ইউনিয়নে ১০ হাজার পরিবারের মাঝে ভিজিএফের মাধ্যমে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও পাঁচশ টাকা করে দেয়া হয়।
এর মধ্যে উপজেলার মেন্দিপুর ইউনিয়নে এক হাজার ৯৯০টি পরিবার, চাকুয়ায় এক হাজার ৬৭৫, খালিয়াজুরী ইউনিয়নে এক হাজার ৬৯৫টি, নগর ইউনিয়নে এক হাজার ৪০০টি বিষ্ণুপুর ইউনিয়নে এক হাজার ৭০০টি ও গাজীপুর ইউনিয়নে এক হাজার ৫৮০টি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
উপজেলার খাদ্য গুদাম মাঠে ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. চান মিয়া, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহম্মদ তালুকদার প্রমুখ।
(ঢাকাটাইমস/১মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন