বন্দরে তিন ফার্মেসিকে জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০২ মে ২০১৭, ২০:১৪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাবাগে ভ্রাম্যমাণ আদালত তিনটি ওষুধ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মঙ্গলবার সকাল এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ১১টায় অভিযান চালিয়ে তৌহিদ ফার্মেসির মালিক তৌহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকা, রহমান ফার্মেসির মালিক জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও স্মৃতি মেডিকেলের মালিক আব্দুল্লাহ আল রুবেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
(ঢাকাটাইমস/২মে/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন