কে হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জানা যাবে আজ
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে আজ।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছেন। গত ৪ ডিসেম্বর তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হয়। আজ প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। খবর আলজাজিরার।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ম্যাক্রো পোল্যান্ড সফর শেষে ফিরে শুক্রবার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন।
দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে পদত্যাগ করেছেন বার্নিয়ে। আধুনিক ফ্রান্সের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রীর চেয়ে কম শাসনামল তার।
বার্নিয়ের পতনের পেছনে মূল কারণ ছিল তার প্রস্তাবিত বাজেট, যা ৬০ বিলিয়ন ইউরোর ঘাটতি কমানোর জন্য তৈরি হয়েছিল। এ বাজেট পাস করতে তিনি সংসদে বিশেষ ক্ষমতা ব্যবহার করায় বিরোধী দলগুলো ক্ষুব্ধ হয়ে ওঠে।
ফ্রান্সের ডানপন্থি দল জাতীয় র্যালি (আরএন) এবং বামপন্থি নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) একযোগে এই বাজেটের বিরোধিতা করেছে। আরএন নেতা মেরিন লে পেন বাজেটটিকে ‘ফরাসিদের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেন।
এদিকে বিরোধীরা ম্যাক্রোর পদত্যাগের দাবিও তুলেছেন, যদিও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। আগামী জুলাইয়ের আগে নতুন সংসদ নির্বাচন সম্ভব নয়, তাই এ অচলাবস্থা আরও কিছুদিন চলতে পারে।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এফএ)
মন্তব্য করুন