প্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা নিয়ে সন্তানসহ উধাও স্ত্রী

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১১
অ- অ+

মাদারীপুরে এক মালয়েশিয়া প্রবাসীর নগদ ৩২ লাখ টাকা, ছয় ভরি ওজনের স্বর্ণের হার, চেইন ও আংটি নিয়ে পালিয়েছেন তার স্ত্রী। ঘটনার পর অভিনব কায়দায় নিজেকে আড়াল করে রেখেছেন ওই নারী।

সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের আব্দুর জব্বার হাওলাদারের ছেলে প্রবাসী নাসির হাওলাদার সাথে গত ১১ ডিসেম্বর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর থানায় স্ত্রী তানিয়া আক্তারহ শ্বশুর-শাশুড়িকে এবং শ্যালককে আসামি করে অভিযোগ দায়ের করেছেন প্রবাসী নাসির হাওলাদার। ঘটনায় বেশ কয়েকদিন ধরে নয় বছর বয়সি ছেলেসহ পালিয়ে রয়েছেন তানিয়া আক্তার।

ভুক্তভোগী নাসির ও তার পরিবার জানায়, দীর্ঘ দিন ধরেই প্রবাসে ছিলেন নাসির হাওলাদার । এসময় স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেই সকল টাকা পাঠিয়েছেন নাসির। সম্প্রতি দেশে ফিরে এসেছেন। স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো টাকা ফেরত চাইতে গেলে মনোমালিন্য হয় স্বামী-স্ত্রীর মাঝে।

এরই সূত্র ধরে গত ১১ ডিসেম্বর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে ছেলেসহ বাড়ি থেকে পালিয়ে যান তানিয়া। তার ফোন বন্ধ আছে এখনো। তবে ভুক্তভোগীর শশুরবাড়ির লোকজন তানিয়ার পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং সেইখানে যায়নি বলে দাবি করেন।

ভুক্তভোগী প্রবাসী নাসির হাওলাদার বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে প্রবাসে থাকা অবস্থায় সমস্ত টাকা আমি আমার বউয়ের একাউন্টে পাঠাই। সম্প্রতি আমি দেশে আসলে টাকা চাইতে গেলে বিভিন্ন ভাবে টালবাহানা করতে থাকে। গত ১১ তারিখে ব্যাংক থেকে টাকা উঠানোর কথা বলে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। আমার নগদ ও ব্যাংকে থাকা সব টাকা আত্মসাৎ করেছে। এমনকি আমার ছেলেটিকেও নিয়ে গেছে।

নাসিরের আরেক প্রবাসী ভাই বলেন, আমার ভাইয়ের বউয়ের সঙ্গে কোনো ধরণের বিরোধ ছিল না। আমার ভাই আসার পর ব্যাংকে জমা টাকা উঠাতে চাইলে মনোমালিন্য হয়। এরপরই বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। এরপর তাদের বাসায় একাধিকবার যোগাযোগ করলেও বউ ও ভাতিজার সন্ধান চাইলে নিখোঁজ রয়েছে বলে জানায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, প্রবাসীর সাথে প্রতারনার একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রসালো ফল লিচু ক্যানসারের ঝুঁকি কমায়, সংরক্ষণের উপায়
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা