ছুটির দিনেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, অবস্থান কত জানুন
ছুটির দিনেও ‘খুবই অস্বাস্থ্যকর’ হয়ে ঢাকার বাতাস। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে শহরটির স্কোর দেখা গেছে ২৫৬ এবং বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় অবস্থান তৃতীয়।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।
সূচকে এখন ২৮১ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৩।
তালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২১৯; পঞ্চম স্থানে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৮; ষষ্ঠ চীনের উহান, স্কোর ১৭৭; সপ্তম ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনসাসা, স্কোর ১৭১; অষ্টম মঙ্গোলিয়ার উলানবাটর স্কোর ১৬১; নবম স্থানে ইরাকের বাগদাদ, স্কোর ১৬০ এবং দশম স্থানে রয়েছে বাহরাইনের মানামা, স্কোর ১৫৮।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এফএ)
মন্তব্য করুন