মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা
দীর্ঘ সাত বছর পর মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মীর মেহেদী হাসান রুবেলকে সভাপতি, মো. আলী হোসেন মুক্তা সাধারণ সম্পাদক এবং মো. শামছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার রাতে এই কমিটি ঘোষণা করেন।
এছাড়া সৈয়দ রাব্বি ইসলাম সাগর, মো. রিয়াদ মুন্না, ইনামুল কবির জুয়েলকে সহসভাপতি করা হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. হামিদুল ইসলাম, আলীমুজ্জামান তারেক এবং সাব্বির হোসেন নাজমুল সহসাংগঠনিক সম্পাদক। আর জাহেরুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
দীর্ঘ সাত বছর পর সোমবার বহু কাঙ্ক্ষিত মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে সকাল ১০টায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২০১০ সালে ১১ অক্টোবর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত কমিটিতে শেখ মো. রেজাউল ইসলামকে সভাপতি ও মীর মেহেদী হাসান রুবেলকে সাধারণ সম্পাদক করে মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল।
(ঢাকাটাইমস/৮মে/জেডএ)
মন্তব্য করুন