মেহেরপুরে রাসায়নিক মেশানো এক ট্রাক আম ধ্বংস
মেহেরপুরে রাসায়নিক দিয়ে অপরিপক্ক আম পাকানো এক ট্রাক আম ধ্বংস করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আমগুলো ধ্বংস করা হয়।
জানা গেছে, রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার চিৎলা এলাকায় অভিযান চালিয়ে এক ট্রাক আম জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ জানান, চিৎলা গ্রামের একটি বাগান থেকে মিনি ট্রাকে করে অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম বগুড়ার ফলপট্টিতে নিয়ে যাওয়া খবর পেয়ে অভিযান চালানো হয়।
গাংনী থানার এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি মিনিট্রাক বোঝাই আম জব্দ করেন। পুলিশকে দেখামাত্র ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে গাংনী উপজেলা পরিষদ চত্বরে আমগুলো এনে ধ্বংস করা হয়।
এ সময় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/৯মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন