মানিকগঞ্জ থেকে অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০১৭, ১৭:৩২
অ- অ+

মানিকগঞ্জ থেকে অপহৃত শেখ বাধন নামের এক শিশুকে সিরাজগঞ্জের তাড়াশ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে ।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইজদিয়া গ্রামের আসলাম শেখের ছেলে সাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র শেখ বাধনকে অপহরণ করা হয়। অপহরণকারীরা বাধনের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে বাধনকে হত্যা করা হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। ঘটনার দিনই বাধনের নানা সোনা মিয়া হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তিন দিন ধরে গোয়েন্দা পুলিশ প্রথমে মোয়াজ্জেমের মামাতো ভাই রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুসারে সোমবার রাতে সিরাজগঞ্জের তাড়াশ থানার খালকুলা বাজার এলাকা থেকে শেখ বাধনকে উদ্ধার এবং অপহরণকারীর মূলহোতা মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে। মোয়াজ্জেম হোসেন বাধনদের বাড়িতে শ্রমিক হিসাবে কাজ করতেন।

(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের কনসাল জেনারেলের সঙ্গে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
২০২৬ বিশ্বকাপে নিজের অংশগ্রহণ ও পরিকল্পনা নিয়ে যা বললেন নেইমার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা