শপথ নিতে গিয়ে কুসিক কাউন্সিলর গ্রেপ্তার
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত জামায়াত সমর্থিত কাউন্সিলর গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার শপথ নিতে তিনি ঢাকায় এলজিইডি ভবনে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে বৃহস্পতিবার এলজিইডি ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তার গোলাম কিবরিয়ার পরিবারের দাবি, তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলাতেই তিনি জামিনে আছেন।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া।
(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন