শিশুশ্রমিককে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০১৭, ২০:৫৪
অ- অ+

কুমিল্লায় বারো বছর বয়সী মো. সাগর নামে এক শিশুশ্রমিককে ত্রিশ বছরের অপর শ্রমিক মো. দেলোয়ার হোসেন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে জেলার চান্দিনা উপজেলার দারোরা বাজার এলাকায় স্থানীয় একটি বেকারি ফ্যাক্টরিতে ওই ঘটনা ঘটে।

নিহত সাগর চান্দিনার দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে।

এদিকে হত্যায় জড়িত বলে অভিযোগ উঠা দেলোয়ার হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তারা দুজনেই বেকারি ফ্যাক্টরির শ্রমিক।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন মৃধা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- বেকারির সিনিয়র শ্রমিক মো. দেলোয়ার হোসেনের সাথে কাজ করা নিয়ে সাগরের বাকবিতণ্ডা হয়। এ সময় দেলোয়ার তার হাতে থাকা কাঠের বেলনি দিয়ে সাগরের মাথায় আঘাত করে। মাথা থেকে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সাগর মারা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিষেকেই জাঙ্গুর সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 
অবশেষে কিসি কার্টি-আমির জাঙ্গুর জুটি ভাঙলেন রিশাদ হোসেন
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা