রূপগঞ্জে দুই পক্ষের সভার ডাক, ১৪৪ ধারা জারি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০১৭, ২২:৫৪
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সভা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার রাত ৯টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এ খবর নিশ্চিত করেন।

এলাকাবাসী জানায়, শনিবার বেলা ১১টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের তালাশকুট এলাকায় একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ আলাদাভাবে সভার আয়োজন করে। স্থানীয় এমপি সমর্থক কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী, ইউনিয়ন যুবলীগ সভাপতি সফিকুর রহমান বাদল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন একটি সভার আয়োজন করেন।

একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ তার লোকজন পাল্টা সভার আয়োজন করেন। একই স্থানে দুই পক্ষের সভা নিয়ে শুক্রবার দুপুর থেকেই উত্তেজনা দেখা দিতে শুরু করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, দুই পক্ষ একই স্থানে সভার আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিষেকেই জাঙ্গুর সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 
অবশেষে কিসি কার্টি-আমির জাঙ্গুর জুটি ভাঙলেন রিশাদ হোসেন
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা