ফেনীতে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০১৭, ১১:৩৯
অ- অ+

ফেনী শহরের মহিপালে শনিবার সন্ধ্যায় ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদে র‌্যাবের একটি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কালো রংয়ের মোটরসাইকেল থামানোর সংকেত দিলে বেপরোয়া গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। কিছুদূর গিয়ে যানজটে আটকা পড়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে রোকন সরদার ও আসাদুল ইসলাম আসাদকে গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রোকন রাজশাহীর চারঘাট থানার টাংগন গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও আসাদ রাজশাহীর পুটিয়া থানার বানেশ্বর বাজার এলাকার রাব্বুল আলীর ছেলে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, উদ্ধার মাদকদ্রব্য চট্টগ্রাম থেকে ক্রয় করে রাজশাহীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনা একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিলেন: গোলাম পরওয়ার
জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক
প্রত্যেক থানায় সিটিজেন ফোরাম গঠন করা হচ্ছে: অতিরিক্ত কমিশনার ইসরাইল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা