রোনালদোর দুই রেকর্ড
গেল রাতে সেল্টা ডি ভিগোর বিপক্ষে ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো একাই করেন দুই গোল। নাম লেখান দুই রেকর্ডে।
রিয়ালের হয়ে ২০০ লিগ ম্যাচ জয়ের রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। পাশাপাশি ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন তিনি। ছাড়িয়ে যান ইংল্যান্ডের জিমি গ্রেভের করা ২৬৬ গোলের রেকর্ড।
তালিকার একে রোনালদো, দুইয়ে জিমি। এরপর ৩৬৫ গোল নিয়ে তৃতীয় স্থানে গার্ড মুলার। লিওনেল মেসি গোল সংখ্যা ৩৪৬টি। সেরা পাঁচের অপর ফুটবলার স্টিভ ব্লুমার (৩১৭)।
এখন পর্যন্ত লা লিগায় ২০০ এর বেশি ম্যাচ জিতেছেন আটজন। সবচেয়ে বেশি ৩৩৪টি ম্যাচ জিতেছেন সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। রোনালদোর চেয়ে বেশি লিগ ম্যাচ জিতেছেন কেবল দুই ব্রাজিলিয়ান মার্সেলো ও রবার্তো কার্লোস। মার্সেলোর গোল সংখ্যা ২১২ আর কার্লোসের গোল ২১১।
(ঢাকাটাইমস/১৮মে/জেইউএম)
মন্তব্য করুন