নওগাঁয় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০১৭, ১৯:৪১
অ- অ+

নওগাঁর নিয়ামতপুরে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম সিমলা (৭)।

রবিবার দুপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের পৈলানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার ভেলকিপুর গ্রামের আকতার হোসেনের কন্যা।

জানা যায়, সিমলা তার পরিবারের সাথে ফুফুর বাড়ি চকধাল গ্রামে বেড়াতে এসেছিল। সেখান থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য পৈলানপুর বাবু বাজারে এসে দাঁড়িয়ে ছিল। এমন সময় খড়িবাড়ী বাজার থেকে আসা একটি অটোরিকশা বেপরোয়াভাবে এসে তাকে ধাক্কা দেয়। সাথে সাথে সিমলা ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, ঘটনা জানতে পেরে সাথে সাথে ফোর্স পাঠিয়ে নিহত শিশু কন্যা সিমলাকে উদ্ধার করি এবং লাশ তার পরিবারের নিকট ঘটনাস্থল থেকেই হস্তান্তর করেছি।

(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সর্বনিম্ন মাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি, কাঁপছে চুয়াডাঙ্গা 
ভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
শহীদ মিনারের পাশে ফুটপাতে পড়ে ছিল নবজাতকের মরদেহ
বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা