মিরপুরের ওসিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৯:০২

রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।

সোমবার মামলার বাদী আসামিদের আপস হয়েছে মর্মে আইনজীবীর মাধ্যমে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব মামলাটি খারিজ করে দেন।

এর আগে গত ৮ মে শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা সিএমএম আদালতে এক নারী মামলাটি দায়ের করেন। ওইদিন জবানবন্দি গ্রহণের পর ২২ মে মামলাটি গ্রহণের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।

মামলার অপর আসামিরা ছিলেন, মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম, এনামুল, রাশেদুজ্জান বেগ, পুলিশ কনস্টেবল আপেল মন্ডল, আনসার রওশন, আনসার হোসেন আলী ও পুলিশের সোর্স খলিল, ডেভেলপার প্রতিষ্ঠান র‌্যানশ প্রপার্টিজ লিমিটেডের কর্মকর্তা ওয়াজিউল্লাহ, ইঞ্জিনিয়ার পলাশ, চেয়ারম্যান আবু শাহাদাত মো. ফয়সাল, পরিচালক সিকদার মো. নওশের আলী রাজু, সিকদার মো. নওশের আলী রাজুর স্ত্রী মিসেস সাজু ও তার ভায়রা মিলন এবং বন্ধু রাজ ও আব্দুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ এপ্রিল মধ্যরাতে বাদীর মিরপুর মধ্যপাড়ার বাসায় আসামিরা জোরপূর্বক প্রবেশ করে। এরপর সবাই মিলে তার শ্লীলতাহানি করে। এ সময় বাদীকে মারধরও করা হয়। বাসা ত্যাগের আগে তাকে হুমকি দেয়া হয়। বাদীর মধ্যপাড়ার জমি নিয়ে র‌্যানশ প্রপার্টিজ লিমিটেড আটতলা বিল্ডিং নির্মাণের চুক্তি করে। কিন্তু ছয়তলা পর্যন্ত নির্মাণের পর তারা কাজ বন্ধ করে দেয়। এরপর পুলিশের সহায়তায় পুরো বাড়িটি তারা দখলের চেষ্টা করে।

(ঢাকাটাইমস/২২মে/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এই বিভাগের সব খবর

শিরোনাম :