বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ইউপিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১২:৫২| আপডেট : ২৩ মে ২০১৭, ১২:৫৬
অ- অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নয়টি কেন্দ্রে শান্তি পূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সাধারণ ভোটাররা ভোট দিচ্ছে।

কোনো কেন্দ্র থেকে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রত্যেক কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যেক কেন্দ্রে বিজিবি টহল দিতে দেখা গেছে।

উপজেলা নির্বাচন অথিসের তথ্যানুসারে সদর ইউপি’র নয়টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪৪৭ জন। এর মধ্যে পুরুষ পাঁচ হাজার ৪০১ জন ও পাঁচ হাজার ৪৬ জন মহিলা ভোটার। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রাথী তসলিম ইকবাল চৌধুরী ও ধানের শীষের প্রতীকে বিএনপি থেকে মো. নুরুল আলম কোম্পানী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুন কুমার চাকমা জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক
প্রত্যেক থানায় সিটিজেন ফোরাম গঠন করা হচ্ছে: অতিরিক্ত কমিশনার ইসরাইল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে: আসিফ মাহমুদ
পুলিশকে মানুষের আত্মার জায়গায় নিতে চাই: ডিবিপ্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা