জামালপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
জেলার মেলান্দহ উপজেলায় পপি আক্তার নামের এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ উপজেলার দুরমুঠ ইউনিয়নের কুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দশ বছর আগে পপি আক্তারের সঙ্গে ওই এলাকার মো. ইসমত আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে ইসমত আলী বিভিন্ন সময় যৌতুকের জন্য তাকে নির্যাতন করতেন। নির্যাতন বন্ধ করতে সম্প্রতি পপি আক্তারের বাবা এক লাখ টাকা যৌতুক দেন। যৌতুক পাওয়ার পর কিছু দিন নির্যাতন বন্ধ ছিল। এরপর আবার যৌতুকের জন্য নির্যাতন শুরু হয়। গত রাতেও ওই গৃহবধূকে নির্যাতন করা হয় এবং নির্যাতনের এক পর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
খবর পেয়ে শুক্রবার সকালে নিহত গৃহবধূর পরিবারের লোকজন হত্যার প্রতিবাদে ইসমত আলীর বাড়িঘর ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পপি আক্তার জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার রফিক খানের মেয়ে।
(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন