বৌদ্ধ ভিক্ষু হত্যা: তিন ‘জঙ্গিকে’ আদালতে হাজির

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৮:২৯
অ- অ+

বিভিন্ন সময় পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার সকালে বান্দরবানে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেইট আবু হানিফ আদালতে তাদের হাজির করা হয়। তারা বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নে বৌদ্ধ হত্যা মামলার আসামি।

তিন জঙ্গি হলেন গত মার্চে চট্টগ্রামে সীতাকুন্ড ছায়ানীড় থেকে গ্রেপ্তার হওয়া জহিরুল হক ও তার স্ত্রী মোছাম্মৎ মর্জিয়ানা। আর কুমিল্লা চৌদ্ধগ্রাম থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হাসান। তাদের তিনজনের বাড়ি বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নে।

গত বছর ১৪ মে জেলার বাইশারী ইউনিয়নে উপর চাকপাড়ায় এক বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা করা হয়। পরে সাইট ইন্টেলিজেন্সে বিবৃতির মাধ্যমে ইসলামিক স্টেইট-আইএস হত্যার দায় স্বীকার করে। আজ আদালতে তাদেরকে এ হত্যার মামলার আসামি হিসেবে হাজির করা হয়।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেএসডির শ্রদ্ধা নিবেদন
সর্বনিম্ন মাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি, কাঁপছে চুয়াডাঙ্গা 
ভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা