মির্জাপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. আরিফুর রহমান।
ইফতারপূর্ব মাহফিলে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া আন্দোলন সংগ্রামে বিএনপির নিহত ও আহত নেতাদের জন্য দোয়া ও মিথ্যা মামলায় নির্যাতিতদের মুক্তির জন্য দোয়া করা হয়।
ইফতার মাহফিলে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, কৃষক শ্রমিক জনতা লীগ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০২জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন