অতঃপরের ঈদ কালেকশন
আসন্ন ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস 'অতঃপর' সেজেছে বিপুল সমারোহে, প্রতি বছরের মত এবারো নানা রঙ আর বৈচিত্র নিয়ে। এবার ঈদের পোশাকে গরমের কথা মাথায় রেখে প্রাধান্য দেয়া হয়েছে আরামদায়ক সুতি কাপড়ে।
দেশীয় কাপড়ে লোকজ মোটিফ নিয়ে কাজ করতেই অতঃপর স্বাচ্ছন্দ্য বোধ করে। পোশাককে নান্দনিক রুপ দিতে ব্যবহার করা হয়েছে ব্লক, এম্ব্রয়ডারী, টাইডাই, স্ক্রিন প্রিন্ট, কারচুপি সহ যাবতীয় উপকরন।
পাঞ্জাবি, থ্রি পিস, সঙে লং কুর্তি, শাড়ি, ওড়না, বিভিন্ন ডিজাইনের হাল ফ্যাশনের পাজামা সহ সকল পণ্যে পাওয়া যাবে নিজস্বতা ও নান্দনিক আউট ফিট।
পাইকারি ক্রেতাগণ বিশেষ কমিশনে কিনতে পারববেন অতঃপর এর সকল পণ্য। ৫৩,আজিজ সুপার মার্কেট, ৩য় তলা, শাহবাগ, ঢাকা। যোগাযোগ করতে পারেন ০১৭১২৭৮৬১১১ এই নম্বরে।
ঢাকাটাইমস/০৪জুন/এমইউ
মন্তব্য করুন