৫০ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৬:২৭

এ বছর যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত হয়েছে মাইক্রোসফটের বার্ষিক ডেভলপার সম্মেলন। ‘বিল্ড ২০১৭’ শীর্ষক এ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা ঘোষণা দিয়েছেন, বর্তমানে প্রতি মাসে সক্রিয়ভাবে ৫০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০ ব্যবহার করা হচ্ছে।

সম্মেলনে মাইক্রোসফট, উইন্ডোজের আসন্ন অন্যতম প্রধান আপডেট, উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেট নিয়ে এই প্রথম গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। এ বছরেই আসছে ফল ক্রিয়েটরস আপডেট। যা উইন্ডোজের ৫০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০ ব্যবহারকারীকে দিবে উইন্ডোজ ব্যবহারে সম্পূর্ণ নতুন ডিজাইন সিস্টেম ও সৃজনশীল অভিজ্ঞতা। পাশাপাশি, এটা একই অভিজ্ঞতা নিশ্চিত করবে আইওএস ও অ্যানড্রযেড ব্যবহারকারীদের জন্য।

এছাড়াও, উইন্ডোজ স্টোরে আসবে আইটিউনসসহ নতুন সব অ্যাপ এবং নতুন সব টুল যা সকল ডেভলপারকেই দিবে উইন্ডোজ হোম ব্যবহারের সুবিধা। এক্ষেত্রে, এটাই হবে বিশ্বের প্রথম উইন্ডোজ মিক্সড রিয়ালিটি মোশন কন্ট্রোলার।

কিভাবে মাইক্রোসফট, মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অ্যাজিউর ডেভলপারদের জন্য লাখো সুযোগ সৃষ্টি করবে এবং ডেভলপারদের উদ্ভাবনের সাথে মাইক্রোসফটের গ্রাহকদের সংযোগ স্থাপন করে দিবে এটা নিয়েও সম্মেলনে আলোচনা করা হয়।

সম্মেলনে অ্যাজিউর ডাটা ও ক্লাউড সেবা ডেভলপারদের বিদ্যমান অ্যাপের দ্রুত আধুনিকায়নে সহায়তা করবে বলেও ঘোষণা দেয় মাইক্রোসফট। পাশাপাশি, নতুন এআই ও অ্যাজিউর সেবা প্রত্যেক ডেভলপারকে স্বাভাবিকভাবে ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশন ক্ষমতা এবং অনেক সহজে বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ নির্মাণ এবং ডেভলপারদের ভবিষ্যতে ইন্টেলিজেন্ট ক্লাউড ও ইন্টেলিজেন্ট এজ সংযুক্ত এআই সেবা নির্মাণের সুযোগ করে দিবে।

এ নিয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘আমরা এমন একটি বিশ্বে রয়েছি যেখানে কম্পিউটারের কাছে অসীম ক্ষমতা রয়েছে এবং প্রতিনিয়ত ডাটার প্রবৃদ্ধি ঘটছে। ইন্টেলিজেন্ট ক্লাউড ও ইন্টেলিজেন্ট এজের মাধ্যমে আমরা এ নতুন যুগের জন্য অ্যাপ্লিকেশন নির্মাণে প্রত্যেক ডেভলপারের ক্ষমতায়ন নিয়ে কাজ করছি।’

(ঢাকাটাইমস/৫জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :