শ্যামনগর ওসি ও এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুন ২০১৭, ২১:৩২ | প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ১৯:০৯

সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান ও উপপরিদর্শক (এসআই) লিয়াকতের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শ্যামনগরের বিড়ালক্ষ্মী গ্রামের শাহাদাৎ হোসেন মোল্লার ছেলে ভাটা সর্দার কবীর হোসেন সবুজ।

তবে শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান দাবি করছেন, বাদী সবুজকে চেনেন না তিনি।

মামলার এজাহারে বলা হয়, গত ৩ জুন সকাল ১০টার দিকে শ্যামনগর থানার এসআই লিয়াকত কোনো অভিযোগ ছাড়াই কবীর হোসেন সবুজকে নওয়াবেকী এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যান। এরপর তাকে থানার ডিউটি অফিসারের কক্ষের জানালার সঙ্গে বেঁধে বেদম পেটানো হয়। পরে তাকে ওসির কক্ষে নেওয়া হলে সেখানে সবুজের কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়।

আরো অভিযোগ করা হয়, সবুজের কাছে থাকা ভাটার শ্রমিকদের ৩০ হাজার টাকা নিয়ে নেন ওসি মান্নান ও এসআই লিয়াকত। পরে সবুজের স্ত্রী বাড়ি থেকে আরও ১৮ হাজার টাকা নিয়ে দিলে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পেয়ে পরদিন সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন সবুজ।

মামলায় উল্লেখিত অভিযোগের প্রমাণ হিসেবে ৫০ হাজার টাকার দেনদরবার-সংক্রান্ত একটি অডিও ফোন রেকর্ড আদালতে দাখিল করেন বাদী।

সংশ্লিষ্ট আদালতের পেশকার গোপাল মন্ডল ঢাকাটাইমসকে জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম জাহিদ হাসান মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান বলেন, তিনি সবুজকে চেনেন না। মামলা হয়েছে কি না তাও জানেন না।

(ঢাকাটাইমস/৮জুন/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

র‍্যাব-৩ এর নতুন অধিনায়ক ফিরোজ কবীর, বাহিনীতে ফেরত যাচ্ছেন আরিফ মহিউদ্দিন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ইউনুছ

মেয়াদ বাড়ল জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিনের

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১২৭ জন

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মাজহারুল ইসলাম

র‌্যাবের ১২তম মুখপাত্র হচ্ছেন কমান্ডার আরাফাত ইসলাম!

কাবাডিতে বর্ষসেরা সংগঠক অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

পল্লী উন্নয়ন ও সমবায়ের নতুন সচিব শাহানারা খাতুন

ডিএমপির ছয় এডিসি-এসিকে বদলি

জিএমপির এডিসি খায়রুল আলমের রাজশাহীতে বদলির আদেশ বহাল, ২১ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :