পল্লী উন্নয়ন ও সমবায়ের নতুন সচিব শাহানারা খাতুন

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২২:০৯
অ- অ+

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সুরক্ষা সেবা বিভাগ) মোসাম্মাৎ শাহানারা খাতুন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে তাকে নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। আদেশটি ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সুরক্ষা সেবা বিভাগ) মোসাম্মাৎ শাহানারা খাতুনকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিপ্রাপ্ত হন শাহানারা খাতুন। পর্যায়ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।

শাহানারা খাতুন ১৯৬৭ সালের ১৪ অক্টোবর যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নারিকেলবাড়িয়া গার্লস স্কুল থেকে মাধ্যমিক ও যশোর মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এসকে/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের
হলি আর্টিজানের ঘটনায় ডিএমপি কমিশনারের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন হয়েছে : মুখপাত্র
নোবিপ্রবিতে ছাত্রী হলে পুরুষ স্টাফ দিয়ে রুমে তল্লাশি, বিক্ষোভ
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা