মেয়াদ বাড়ল জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিনের

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের চাকরির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি দেশটিতে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে চুক্তিভিত্তিক নিয়োজিত শাহাবুদ্দিন আহমদকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ১ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
২০২০ সালের জানুয়ারিতে সাবেক খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমেদকে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার।
ঢাকাটাইমস/২২এপ্রিল/এসএস/ইএস

মন্তব্য করুন