জিএমপির এডিসি খায়রুল আলমের রাজশাহীতে বদলির আদেশ বহাল, ২১ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৯:৪৭

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. খায়রুল আলমকে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বহাল রাখা হয়েছে। ২১ এপ্রিলের মধ্যে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব ছাড়তে বলা হয়েছে।

রাজশাহীতে বদলির আদেশ দেওয়া হলে তা বাতিল চেয়ে আবেদন করেন খায়রুল আলম। বদলি বাতিল বিবেচিত হয়নি জানিয়ে পুলিশ সদরদপ্তর তাকে বদলিকৃত স্থানে যোগদান করতে বলেছে।

গত বুধবার পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আদেশ পুলিশ কর্মকর্তা খায়রুল আলমকে জানিয়ে দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, মো. খায়রুল আলমের (বিপি-৮৪১২১৪৭৬৩৫) রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিলের বিষয়টি বিবেচিত হয়নি। এই কর্মকর্তা বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে আগামী ২১ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের (জিএমপি) দায়িত্বভার অর্পণ করবেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :