সুবর্ণা মুস্তাফার স্বামীর সঙ্গে প্রেমের গুঞ্জন! যা বললেন নীলাঞ্জনা

অবাক সবাই। যে নির্মাতার সিনেমা দিয়ে অর্ধযুগ আগে অভিষেক, এত লম্বা সময় পরে তার সঙ্গে নাম জড়িয়েই কিনা প্রেমের গুঞ্জন। অবাক হয়েছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও। তিনি ভাবতেও পারেননি এমন কথা তাকে শুনতে হবে। কারণ, যাকে জড়িয়ে তার প্রেমের গুঞ্জন, তিনি যে স্বয়ং অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বর্তমান স্বামী!
হ্যা, বলছি বদরুল আনাম সৌদের কথা। এই নির্মাতার ‘গহীন বালুচর’ দিয়েই ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ২০১৪ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা নীলার। সেই সিনেমার একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে সুবর্ণা মুস্তাফাও অভিনয় করেছিলেন।
দীর্ঘ ৭ বছর পর গুঞ্জন, ‘গহীন বালুচর’-এর নির্মাতা সৌদের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সেই সিনেমার নায়িকা নীলাঞ্জনা নীলা। নির্মাতা বা নায়কের সঙ্গে নায়িকার প্রেমের সম্পর্ক অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়। কিন্তু বিবাহিত সৌদের সঙ্গে নীলাঞ্জনার প্রেমের গুঞ্জন কতটুকু সত্যি? এ নিয়ে কী বলছেন অভিনেত্রী?
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই গুঞ্জন নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন নীলাঞ্জনা। কিছুটা বিরক্তও হয়েছেন। গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমি তো এ ধরনের কথা আগে কখনোই শুনিনি। এটা কোথা থেকে এলো! এটা পুরোই একটা ফালতু কথা। হাস্যকর লাগছে আমার আছে।’
বিরক্তির সুরে নীলাঞ্জনা বলেন, ‘আমি জানি না এটা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কীভাবে ছড়াচ্ছে। এটা জাস্ট একটা ফালতু কথা। কেন এ ধরনের কথা উঠল আমি নিজেও জানি না। এটা কীভাবে সম্ভব!’
নির্মাতা সৌদের পরিচালনায় তিনি কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান নীলাঞ্জনা। অভিনেত্রীর ভাষায়, ‘তার সঙ্গে বড় পর্দায় আগেও কাজ করেছি। তার পুরো টিমের সঙ্গেই আমার পারিবারিক একটা সম্পর্ক। ডিরেক্টর হিসেবে তাকে আমার খুবই ভালো লাগে। তিনি খুব ভালো করে বোঝান।’
এদিকে, সৌদের পরিচালনায়ই ফের বড় পর্দায় ফিরছেন নীরাঞ্জনা। কাজ করেছেন ‘শ্যামাকাব্য’ নামে একটি সিনেমায়। সরকারি অনুদানের ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্যও লিখেছেন সৌদ। এমনকি, স্ত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনাও করেছেন।
‘শ্যামাকাব্য’তে নীলাঞ্জনা নীলার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। আগামী ৩ মে, শুক্রবার সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগেই নির্মাতার সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন! এটাকে অবশ্য সিনেমার পাবলিসিটির একটা কৌশল হিসেবে দেখছেন অনেকে। সত্যি কি তাই? উত্তর আপাতত অজানা।
(ঢাকাটাইমস/০১মে/এজে)

মন্তব্য করুন