সেই মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৪, ২০:০৩| আপডেট : ০১ মে ২০২৪, ২২:১৭
অ- অ+

মানব সেবার নামে কথিত প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র এ তথ্য ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ ঢাকা টাইমসকে জানান, মিল্টনকে সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মিল্টন সমদ্দার বর্তমানে আমাদের হেফাজতে আছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

ডিবি সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করবেন ডিবিপ্রধান।

(ঢাকাটাইমস/০১মে/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে সন্দেহভাজন আসামির হাতুড়িপেটা
ভেষজ দেশি গাব ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
পাটগ্রাম সীমান্ত: দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ 
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা