মিল্টন সমাদ্দারের আশ্রমে ডিবির অভিযান

রাজধানীর মিরপুরে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠান ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত ৮টার দিকে পাইকপাড়ার ওই প্রতিষ্ঠানে অভিযান শুরু হয়।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে আটক করে।
আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদমাধ্যমে বলেন, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার নিজেই মৃত্যুর জাল সনদ তৈরি করতেন। মৃত্যুর জাল সনদ তৈরিসহ তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। সব বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
(ঢাকাটাইমস/০১মে/এলএম/কেএম)

মন্তব্য করুন