অনুশীলনে নেমে কোমরের ইনজুরিতে লিটন দাস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৪, ১৩:৪৯| আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৩:৫৯
অ- অ+

সময়টা খারাপ যাচ্ছে লিটন দাসের। জাতীয় দলের জার্সিতে একেবারেই ফর্মে নেই তিনি। ডাক মেরে একের পর এক সমালোচনার সম্মুখীন হচ্ছিলেন তিনি। ফর্মহীনতায় ভুগতে থাকা লিটন এবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পড়লেন চোটে।

আজ মঙ্গলবার চট্টগ্রামের সাগরিকায় ফিল্ডিং অনুশীলনে নেমে কোমরের ইনজুুরিতে পড়েছেল লিটন। এরপর আর থাকতে পারেননি মাঠেই। চোট লেগে ব্যথায় কাতর লিটন মাঠ ছেড়েছেন খোঁড়াতে খোঁড়াতে।

চোট কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি। তবে লিটনের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছে, তীব্র গরমে একটু বেশিই ব্যথা পেয়েছেন টাইগার ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি গেল এক বছর ধরে ফিফটির সঙ্গে দেখা নেই লিটনের। সর্বশেষ গেল বছরের ২৯ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।

চোট কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি। তবে লিটনের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছে, তীব্র গরমে একটু বেশিই ব্যথা পেয়েছেন টাইগার ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি গেল এক বছর ধরে ফিফটির সঙ্গে দেখা নেই লিটনের। সর্বশেষ গেল বছরের ২৯ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে এই সুযোগ কাজে লাগাতে পারবেন কিনা লিটন, সেটিই এখন দেখার অপেক্ষা।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা