তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
তীব্র গরমের পরিস্থিতিতে জমিতে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) সকাল ১১টার দিকে কুড়িগ্রামের উলিপুরে বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবুল হোসেন (৫৫) ওই এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খন্দকার।
চেয়ারম্যান বলেন, নিহত আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবারও অন্যের জমিতে কাজ করতে যান। সকাল ১১টার দিকে জমিতে ধান কাটার সময় তীব্র রোদ ও গরমে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হিটস্ট্রোকে একজন মারা গেছেন শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলায়।
(ঢাকাটাইমস/০১মে/কেএম)
মন্তব্য করুন