মে দিবসে দেখতে পারেন শোষিত মানুষের এই তিন সিনেমা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৪, ০৮:৪৬
অ- অ+

আজ ঐতিহাসিক মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন। শ্রমিকদের আত্মত্যাগের দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন।

ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে ১ মে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

মে দিবস শ্রমজীবী মানুষের জয়গান গাওয়ার একটি পরীক্ষিত দিন। সংস্কৃতি অঙ্গনেও এই দিনের রয়েছে প্রবল ছায়াপাত। বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় শ্রমিকশ্রেণিকে নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। মে দিবসে দেখতে পারেন তেমনই তিনটি সিনেমা।

এই সিনেমাগুলো দেখলে শুধু নান্দনিক খিদেই মিটবে না, মনের মধ্যে কিছু প্রশ্নেরও জন্ম হবে। মানুষে মানুষে পরিচয়ের হিসাব-নিকাশ নিয়ে তৈরি ভাবনাকেও উসকে দেবে। তাই ছুটির দিনে ঘরে বসে দেখে নিতে পারেন এই তিন হলিউড সিনেমা।

মেইটওয়ান

কয়লাশ্রমিকরা ইউনিয়নে যূথবদ্ধ হয়ে ডাক দেন ধর্মঘটের। তাদের দাবি ছিল কাজের পরিবেশ উন্নত করা আর মজুরি বাড়ানোর। কয়লাখনির মালিকই কেবল এ অঞ্চলে মানুষকে কাজ দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি কোনোভাবেই নতি স্বীকার করবেন না। তখন তিনি ধর্মঘট ভাঙার জন্য নিয়োগ করলেন ইতালীয় ও কৃষ্ণাঙ্গ কিছুসংখ্যক শ্রমিককে, ধর্মঘটিদের মধ্য থেকেই যারা ধর্মঘটিদের মধ্যে ভাঙন ধরাবেন এবং নিজেরা ধর্মঘট ভেঙে যোগ দেবেন কাজে।

বড় শহর থেকে আসা তুখোড় ট্রেড ইউনিয়নিস্ট জো কেনেহ্যান এই ইতালীয় আর কৃষ্ণাঙ্গ মানুষদের বোঝাতে সক্ষম হন যে এ লড়াই সবার বাঁচার লড়াই। জন সেইলেসের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস কুপার, জেমস আর্ল জোনস, ম্যারি ম্যাকডোনাল। এটি মুক্তি পায় ১৯৮৭ সালে।

নরমা রে

পরিবারের অন্য সদস্যদের মতোই নরমা রে কাজ করেন এ অঞ্চলের পোশাক কারখানায়। সারা দিন ঘাম ঝরানোর পর যিনি মজুরি পান, তা নিতান্তই কম। কাজের পরিবেশও জঘন্য। একদিন শ্রমিকনেতা রুবেনের বক্তৃতায় মোহিত হন নরমা রে। তিনি যোগ দেন শ্রমজীবী মানুষের আন্দোলনে। এতে নাখোশ হয় তার পরিবার। বেশি অখুশি হন তার প্রেমিক। পদে পদে আসতে থাকে বাধা।

কিন্তু নিজের দাবিতে রে থাকেন অটল। পোশাকশিল্পকর্মী থেকে ইউনিয়ন নেতা হয়ে যাওয়া ক্রিস্টাল লি সুটনের জীবনের সত্য ঘটনা অবলম্বনেই ‘নরমা রে’ তৈরি হয়েছে। পরিচালক মার্টিন রিট। সিনেমাতে নরমা চরিত্রে অভিনয় করেছেন স্যালি ফিল্ড। এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কার পান। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৯ সালে।

অন দ্য ওয়াটারফ্রন্ট

জনি ফ্রেন্ডলি নামের এক ট্রেড ইউনিয়নিস্টের জন্য কাজ করেন তিনি। মোটামুটি ভালোই চলছিল দিন। কিন্তু একদিন হঠাৎ টেরির মাথায় বাজ পড়ে। টেরি দেখে ফেলেন জনির দুই মাস্তান খুন করছেন একজনকে।

যাকে খুন করা হলো, তার বোনের সঙ্গে দেখা হয় টেরির। বুঝতে পারেন, এ হত্যার দায় শোধ করতে হবে। কীভাবে আদালতে বিষয়টি নিয়ে লড়তে হবে, সেই পরামর্শ দেন ফাদার ব্যারি। কীভাবে ইউনিয়নবাজি করা মাস্তানদের রুখে দিতে হয়, সেটাও উঠে আসে সিনেমা। এটি মুক্তি পায় ১৯৫৪ সালে।

(ঢাকাটাইমস/০১মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা