সব জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৪, ২২:০০
অ- অ+

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে শ্রমিকের দাম, তাদের শ্রমশক্তির দাম। ভোটের ব্যবস্থা না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে। ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরিব হয়েছে।

মহান মে দিবস উপলক্ষে বুধবার সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাইফুল হক।

সাইফুল হক বলেন, অধিকাংশ রাজনৈতিক দল শ্রমিকদের ব্যবহার করে। কিন্তু তাদের অধিকারের পক্ষে অবস্থান নেয় না। সরকার মালিক শ্রমিকদের কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক দাবিসমূহ নিশ্চিত করে না। তিনি বলেন, এই দাবদাহে সবচেয়ে কষ্টে আছেন শ্রমিকরা। অস্বাভাবিক গরমে শ্রমিকদের কাজ আয় দুটোই কমে গেছে। অসংখ্য শ্রমিক পরিবারের জীবনে দুর্যোগ নেমে এসেছে।

তিনি এই দুর্যোগ মোকাবিলায় শ্রমিক পরিবার পিছু আগামী তিন মাস নগদ পাঁচ হাজার টাকা করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সাইফুল হক বলেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী-মেহনতী মানুষকে আজ চরম দুঃসহ জীবনযাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে। শ্রমিক পরিবারগুলোর খাদ্যগ্রহণ কমে গেছে। ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক মানবিক অধিকার নিশ্চিত নয়। বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকূলে নয়।

তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার মুক্তি অর্জনে শ্রমজীবী- মেহনতিদের বৃহত্তর ঐক্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি অনতিবিলম্বে শ্রমিকদের বাঁচার মতো মজুরি, রেশনিং ব্যবস্থা ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির সহসভাপতি আবুল কালাম আজাদ, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কবি জামাল সিকদার, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সালাউদ্দিন আহমেদ, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা নুরুল ইসলাম, হাফিজুর রহমান রুবেল, নান্টু দাস প্রমুখ।

আলোচনা সভার পর বিপ্লবী শ্রমিক সংহতির মে দিবসের বর্ণাঢ্য ্যালি সেগুনবাগিচা, বিজয়নগর তোপখানা রোড প্রদক্ষিণ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

(ঢাকাটাইমস/০১মে/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা