নিঃসঙ্গ নারীকে টার্গেট করে প্রেমের ফাঁদ, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা

ফেসবুকে ভুয়া প্রোফাইল তৈরি করে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলতেন রিয়াজুল ইসলাম। এরপর বিয়ে করে স্বপরিবারে আমেরিকা, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করতেন তিনি।
সম্প্রতি একজন সিঙ্গেল মাদারের সঙ্গে প্রতারণা ও ব্লাকমেইল করে ৭০ হাজার টাকা হাতিয়ে নিলে ভুক্তভোগী গত ২৫ এপ্রিল মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। সেই মামলার ছায়াতদন্ত করে নারায়ণগঞ্জ থেকে রিয়াজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ এ অভিযান চালায়। গ্রেপ্তার রিয়াজুলের কাছ থেকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, চারটি নগদ ও বিকাশ অ্যাকাউন্ট সম্বলিত সিমকার্ড জব্দ করা হয়। জব্দ করা স্মার্টফোনে ৫০ জনের বেশি ভুক্তভোগীর সন্ধান পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স) মো. ফারুক হোসেন বলেন, ‘গ্রেফতার রিয়াজুল ইসলাম নিলয় চৌধুরী নিল নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার পরিচয়ে প্রতারণা করতেন।ফেসবুক প্রোফাইলটিকে বিশ্বাসযোগ্য করার জন্য রিয়াজুল নিয়মিত অন্য একজন সিঙ্গাপুর প্রবাসীর ফেসবুক প্রোফাইল থেকে ছবি ও ভিডিও পোস্ট করতেন।’
ফারুক হোসেন বলেন, ‘প্রতারক রিয়াজুল ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে মেসেঞ্জারে যোগাযোগ করে প্রথমে প্রেমের ফাঁদ, পরে বিয়ের প্রলোভন ও স্বপরিবারে সিঙ্গাপুরের নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতেন। সে অডিও-ভিডিওকলে অনলাইন প্রণয়ের একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে অন্তরঙ্গ ছবি ও ভিডিও নিয়ে পরবর্তীতে সেগুলো ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেইল করে ভুয়া এনআইডি নিয়ে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বরে অর্থ গ্রহণ করত।’
রিয়াজুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০১মে/এলএম/কেএম)

মন্তব্য করুন