গরমে ঢামেক কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৪, ১৮:৪১
অ- অ+

গরমে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক কর্মচারী মারা গেছেন। মৃত ব্যক্তির নাম মো. হানিফ মিয়া (৪০)।

বুধবার দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মৃত ব্যক্তির সহকর্মী ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের (সর্দার) মো. সহিদ মিয়া জানান, হানিফ মিয়া হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলায় (কেবিন ব্লকে) কর্মরত ছিলেন। মঙ্গলবার দিনগত রাতে ডিউটি শেষে বুধবার সকালের দিকে বাসায় ফিরে যান। বাসায় গিয়ে গোসলও করেন। দুপুরের দিকে অতিরিক্ত গরমে হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হানিফ মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পুরান গাউদ্দিয়া গ্রামের নুরুল হক হাজির ছেলে। বর্তমানে রাজধানীর রায়েরবাগ এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

(ঢাকাটাইমস/০১মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা