পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার ট্রাইব্যুনাল মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় পাথরঘাটা শেখ রাসেল স্কয়ারে উপজেলার সকল সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবালের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, অধ্যাপক আমিনুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন খান, অ্যাডভোকেট নাসির উদ্দীন সোহাগ, কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন মোল্লা, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক অমল তালুকদার, সাবেক ইউপি সদস্য মজিবর রহমান।
এ সময় সকল বক্তারা সাংবাদিকদের নামে সাইবার মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির আয়না। হামলা-মামলা দিয়ে সাংবাদিকদের কলম দাবিয়ে রাখা যাবে না। সাংবাদিকরা দেশ ও জাতির বিরুদ্ধে সকল অপরাধ তুলে ধরবে তাতে কারো কাছে মাথা নত করবে না। চলমান ডিজিটাল নিরাপত্তা নামক আইন দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, আমরা সরকারের কাছে এ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।
এর আগে গত এপ্রিল মাসের ৪ তারিখে প্রবাসী আল মামুন কর্তৃক বরিশাল সাইবার ট্রাইব্যুনালে পাথরঘাটার ৩ সাংবাদিক সহ আরো ৬ জনের নামে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য আদালত কর্তৃক পাথরঘাটা থানায় প্রেরণ করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় যে, আল মামুন নামে এক ব্যক্তির করা ১৩ মামলার আসামি হয়েছে মনির আসমা দম্পতি। একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগও করতে হয়েছে মনিরকে। এ নিয়ে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলে সবশেষ চলতি মাসের ৪ তারিখ ৩ সাংবাদিক ও ভুক্তভোগী আসমা সহ ৬ জনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তার চাচাতো ভাই লিটনের মাধ্যমে মামলা করিয়েছে আল মামুন। আল মামুন পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ধলু মিয়ার ছেলে। সে সৌদি প্রবাসী। ভুক্তভোগী মনির আসমা দম্পতি একই ইউনিয়নের বাসিন্দা।
সবশেষ মামলার আসামিরা হলেন- আসমা আক্তার, চরদুয়ানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান, আজকের পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম ওরফে কাজী রাকিব, কালবেলার পাথরঘাটা প্রতিনিধি আল আমিন ফোরকান, মোহনা টেলিভিশনের পাথরঘাটা প্রতিনিধি সুমন মোল্লা ও অলি উল্লাহ।
এর আগে চরদুয়ানি ইউনিয়নের এক নারী ইউপি সদস্যের স্বামী জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির নিউজ করায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. জাফর ইকবালের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়।
এছাড়াও হরিণঘাটা বনের হরিণ শিকারি চক্রের সদস্যরা প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। এ সংবাদ সম্মেলন প্রচার করায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি জাকির হোসেন খানের বিরুদ্ধেও বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন পারভিন নামে এক নারী।
মানববন্ধনে পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্ম তুলে ধরায় আজ সাংবাদিকরা মামলার আসামি হয়েছে, তবে আমরা যেহেতু রাস্তায় নেমেছি এ কার্যক্রম চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরাও হাল ছেড়ে দেবো না। এছাড়াও বরগুনা- ২ আসনের সংসদ সদস্য সহ সরকারের নিকট সাংবাদিকদের হয়রানি করা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তিনি।
(ঢাকা টাইমস/০১মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন