চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৪, ১৪:৪৫
অ- অ+

আর ৩১ দিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপে বসবে ক্রিকেটের বড় আসর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। সবার আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এর ১ দিন পর দ্বিতীয় দল হিসেবে স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের এই স্কোয়াডে বড়সড় চমক রেখেছে প্রোটিয়ারা। কখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি, এমন ২ ক্রিকেটার আছেন বিশ্বকাপ দলে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাদা বলের কোচ রব ওয়াল্টার আজ (মঙ্গলবার) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। দলের অধিনায়ক থাকছেন এইডেন মার্করাম। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর এটিই হবে তার প্রথম বিশ্বকাপ।

কখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা দুই ক্রিকেটার হলেন উইকেটরক্ষক ব্যাটার রিয়ান রিকেলটন ও ফাস্ট বোলার ওটনিয়েল বার্টম্যান। বার্টম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট ও ২টি ওয়ানডে খেললেও বার্টম্যান এখনও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি। তবে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।

এসএ-টোয়েন্টি লিগে রিকেলটন ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫৮.৮৮ গড়ে ৫৩০ রান করেছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় আসরে। বার্টম্যান ৮ ম্যাচ খেলে শিকার করেন ১৮ উইকেট, এ মুহূর্তে আছেন আইপিএলের দল দিল্লী ক্যাপিটালসে।

অবশ্য এই দুজন ছাড়া বাকি সব ক্ষেত্রেই অভিজ্ঞতার কদর করেছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার থাকছেন স্কোয়াডে। আর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা ত্রিস্টান স্টাবস অবধারিতভাবেই জায়গা করে নিয়েছেন।

চার পেসার হিসেবে বিশ্বকাপের টিকিট পাচ্ছেন কাগিসো রাবাদা, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি এবং আনরিখ নরকিয়া। স্পিনার হিসেবে কেশব মহারাজ এবং তাবরিজ শামসির সঙ্গী হচ্ছেন বোর্ন ফর্টুইন। ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড:

এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।

ট্রাভেলিং রিজার্ভ : নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা