কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ২০:০৩
অ- অ+

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কামাল হোসেন জুয়েল নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, ভোরে সেহরি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুয়েল। কারা হাসপাতারে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

জুয়েল পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর বাজার এলাকার আব্দুল মান্নান সরদারের ছেলে।

২০০৮ সালে রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন জুয়েল। এরপর তাকে ২০১৬ সালের ২৫ মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ তে স্থানান্তর করা হয়।

ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনজীর আহমেদ ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে দুদকের মামলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিন টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা
মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত থাকবেন খালেদা জিয়া! 
জনদুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ফাওজুল কবির খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা