ঝিনাইদহে ভিক্ষুকদের জন্য সরকারি ঘর নির্মাণ শুরু
প্রধানমন্ত্রীর ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় ঝিনাইদহের ১৭টি ইউনিয়নের ১০৯ জন ভিক্ষুকের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুরাট ইউনিয়নে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সুরাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ‘আশ্রায়ণ’ প্রকল্পের আওতায় ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পে ঝিনাইদহের ১৭ টি ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে প্রতিটি ঘর এক লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।
(ঢাকাটাইমস/০৮জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন