হাত বোমাসহ চাঁদাবাজচক্রের প্রধান আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৬:৫৯
অ- অ+

ঝিনাইদহের শৈলকুপায় সোহেল নামে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের প্রধানকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলা রয়েড়া বাজার থেকে তিনটি হাত বোমাসহ তাকে আটক করা হয়।

সোহেল একই উপজেলার হুদা মাইলমারী গ্রামের আব্দুল জব্বার মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে শৈলকুপার হুদামাইলমারী এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসী সোহেলকে তিনটি হাত বোমাসহ রয়েড়া বাজার থেকে হাতেনাতে আটক করা হয়। তবে এসময় তার অন্যান্য সহযোগীরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সংঘবদ্ধ চাঁদাবাজ গ্রুপ ঈদকে সামনে রেখে রয়েড়া এলাকায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করতে আসে। খবর পেয়ে পুলিশ তিনটি হাতবোমাসহ সোহেলকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ গ্রুপের অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তাদের ধরতে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় অভিযান অব্যাহত থাকে।

ওসি জানান, এ ব্যাপারে শেলকুপা থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সর্বনিম্ন মাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি, কাঁপছে চুয়াডাঙ্গা 
ভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
শহীদ মিনারের পাশে ফুটপাতে পড়ে ছিল নবজাতকের মরদেহ
বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা