ময়মনসিংহে গ্রেপ্তার ৫০

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৮:০৮
অ- অ+

ময়মনসিংহে কোতয়ালি মডেল ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক বিক্রির অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোরে এবং রবিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।

এসপি জানান, ডিবি পুলিশ জেলার ভালুকা থেকে ৮ জন, অন্যান্য স্থান থেকে ৩ জন এবং ময়মনসিংহ সদর উপজেলার মোজাহরপুরস্থ ময়মনসিংহ- নেত্রকোনা সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকেসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে কোতয়ালি মডেল থানা পুলিশ সদর উপজেলা ও শহর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে আরো ৩২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে মামলা দায়েরের পর সোমবার আদালতে সোপর্দে করা হবে বলে জানান এসপি।

(ঢাকাটাইমস/১২জুন/এমডি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেএসডির শ্রদ্ধা নিবেদন
সর্বনিম্ন মাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি, কাঁপছে চুয়াডাঙ্গা 
ভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা