এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সম্মানে ইসলামী ব্যাংকের ইফতার

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৫:২৮
অ- অ+

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ফরেন এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল ১২ জুন ২০১৭ সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও করপোরেট ইনভেস্টমেন্ট উইংপ্রধান মো. মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও রিস্ক ম্যানেজমেন্ট উইংপ্রধান আবদুস সাদেক ভূইয়া। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্লাসিড এক্সপ্রেস-এর রিলেশনশিপ ম্যানেজার ফারুক হেলালী, লুলু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এলএলসি-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দেবু বিশ্বাস, প্রভু মানি ট্রান্সফার-এর কান্ট্রিপ্রধান মো. আলী আকবর, এক্সপ্রেস মানি-এর প্রতিনিধি জাকারিয়া প্রধান, রিয়া ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর কান্ট্রি ম্যানেজার একেএম নাজমুল হোসেন মাসুম, ব্র্যাক স্বজন-এর কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ ও আল ফারদান এক্সচেঞ্জ-এর কান্ট্রি ম্যানেজার নূর-ই-ফেরদৌসী।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোর্শেদ, মো. গোলাম রব্বানি ও মো. আনিসুল হকসহ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩জুন/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা