গাজীপুরে আগুনে পুড়েছে আটটি ঝুটের গুদাম, স’মিল
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়ায় আগুনের ঘটনা ঘটেছে। এতে ঝুটের আটটি গুদাম ও একটি স’মিল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে আমবাগ পশ্চিমপাড়া এলাকার আব্দুল হালিম মিয়ার ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর আলম, আক্কাছ আলী, মো. শামীম ও শরিফ আহম্মেদের ঝুটগুদাম এবং জমির আলীর স’মিলে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। দমকল কর্মীদের তৎপরতায় পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আটটি ঝুটের গুদাম ও একটি স’মিল এবং এর মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন